সুনামগঞ্জে বন্যাকবলিতদের পাশে ঢাবি শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২২, ৭:৩৯:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে বন্যা কবলিতদের পুনর্বাসনের লক্ষ্যে ৩১০টি পরিবার ও ১৩৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ এবং শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গত ১৬, ১৭ ১৮ ও ১৯ জুলাই সুনামগঞ্জের তিনটি উপজেলার ১১টি ¯পটে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সদর, দোয়ারাবাজার এবং দিরাই উপজেলার মোট ৩১০টি পরিবার এবং ১৩৭ জন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর আগে গত ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে অর্থ সংগ্রহ করাসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা সংগ্রহ করে। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।
ড. খোরশেদ আলম বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চেল তিন দিন ধের ত্রাণ বিতরণ করছে দুস্ত মানুষ ও শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীদের এই তৎপরতা সত্যিই উৎসাহব্যঞ্জক। আমি দৃঢ়ভাবে বিশ্বাসকরি শিক্ষার্থীদের ইতিবাচকভাবে চালিত করেত পারেল আমরা সমাজের নানান দুর্যোগে যেমন এগিয়ে যেতে পারি, তেমিন একিট সুন্দর ও মানিবক সমাজ গড়তে অসংখ্য অনাচার ও রুখে দিতে পারি।