ব্রিটেনে ইতিহাসের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২২, ৮:০৫:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন দেখল ব্রিটেন। মঙ্গলবার দিনের শুরুতেই প্রথমবারের মতো দেশটিতে তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। লন্ডনের হিথ্রো বিমান বন্দর এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
ব্রিটেনের ইতিহাসে তাপমাত্রা কখনো ৪০ ডিগ্রি ছাড়িয়েছে বলে রেকর্ডে নেই। ব্রিটেনে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৮.৭ ডিগ্রি যা হয়েছিল ২০১৯ সালে কেমব্রিজে।
এমন পরিস্থিতিতে ট্রেন কোম্পানিগুলো অনেক ট্রেন সার্ভিস বাতিল করেছে এবং স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো অতিরিক্ত অ্যাম্বুলেন্স তৈরি রেখেছে।
ইউরোপ মহাদেশের অধিকাংশ অঞ্চলজুড়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে, এতে কোথাও কোথাও তাপমাত্রা প্রায় ৪৫ সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে। আর পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের শুষ্ক গ্রামীণ এলাকাগুলোতে দাবানল আরও তীব্র হয়ে উঠেছে।