মানুষের কল্যাণে কাজ করছে জামায়াতে : এড. এহসানুল মাহবুব জুবায়ের
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২২, ৯:২৪:৩২ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, প্রতিষ্ঠাকাল থেকেই জামায়াত মানুষের কল্যাণে কাজ করে আসছে। শতাব্দীর ভয়াবহ বন্যার শুরু থেকে দুর্গত জনগোষ্ঠীর পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছে। এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সুনামগঞ্জের মানুষের পাশে থাকবে জামায়াত।
মঙ্গলবার বেলা ১২ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও বাজারে বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি ও খাবার স্যালাইন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত মানুষের পাশাপাশি গবাদিপশুর খাদ্য বিতরণ করেছে। অসহায় পরিবারগুলোতে হাড়ি-পাতিল বিতরণ করছে। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে। এখন পুনর্বাসনের জন্য কাজ শুরু করেছে।
বিকালে তিনি জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নে ও শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নের টুকেরবাজারে বন্যার্ত মানুষের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করেন।
দিনব্যাপী কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইন খান, সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর আব্দুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা আমীর হাফিজ আবু খালেদ, জগন্নাথপুর উপজেলা আমীর মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারি আফজাল হোসেন, এড. আসাদুজ্জামান, পূর্ব বীরগাও ইউনিয়ন সভাপতি মাছুম আহমদ, সেক্রেটারি সোহেল আহমদ প্রমুখ। – বিজ্ঞপ্তি