সিলেট বিভাগে উপহারের ঘর পাচ্ছে আরো ৮১৮ পরিবার
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২২, ১১:৫৯:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জ ৪০৬, মৌলভীবাজার ১৬০, হবিগঞ্জ ১২৬ ও সিলেট ১২৬টি
স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে সিলেট বিভাগে আরও ৮১৮টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে। এরমধ্যে সিলেটে জেলায় রয়েছে ১২৬টি পরিবার।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ জানিয়েছেন, এর আগে সিলেট বিভাগে প্রায় ১৫ হাজার পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৮১৮টি ঘরের মধ্যে সর্বোচ্চ ৪০৬টি সুনামগঞ্জ জেলায়, সিলেটে ও হবিগঞ্জে ১২৬টি করে এবং মৌলভীবাজারে ১৬০টি ঘর প্রদান করা হবে।
এর মধ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলায় ৬০টি, দিরাইয়ে ৩৩টি, দোয়ারাবাজারে ৯০টি, তাহিরপুরে ৪০টি, সদরে ৩৫টি, শান্তিগঞ্জে ৩৫টি, ছাতকে ৫৮টি, জগন্নাথপুরে ৩০টি ও জামালগঞ্জ উপজেলার ২৫টি; মৌলভীবাজার জেলার মধ্যে সদর উপজেলায় ১১৮টি, রাজনগরে ৭টি, বড়লেখায় ১০টি ও জুড়ি উপজেলায় ২৫টি এবং হবিগঞ্জ জেলার মধ্যে নবীগঞ্জ উপজেলার ৫০টি, বাহুবলের ৬৪টি ও মাধবপুর উপজেলার ১২টি পরিবার রয়েছে।
এদিকে, মঙ্গলবার বিকালে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান সংবাদ সম্মেলন করে জেলার ১২৬টি পরিবারে ঘর হস্তান্তরের বিষয়টি জানান।
তিনি জানান, ভূমিহীন ও গৃহহীনদের (ক-শ্রেণি) ৩য় পর্যায়ে (২য় ধাপ) তালিকাভুক্তদের মাঝে এসব ঘর দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
সিলেটের জেলা প্রশাসক জানিয়েছেন, জেলার মধ্যে সদরে ২৬টি, গোয়াইনঘাটে ৪০টি, কোম্পানীগঞ্জ ১৫টি, ফেঞ্চুগঞ্জ ২৯টি, জৈন্তাপুরে ১৬টি ঘর রয়েছে।