বাহুবলে জমিসহ ঘর হস্তান্তর উপলক্ষে প্রেসব্রিফিং
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২২, ৬:৪৬:০৪ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে প্রেস ব্রিফিং করে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।
এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার নির্মিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
বাহুবলের ৬৪টি ঘরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঘরগুলি হল সাতকাপন ইউনিয়নের হরহরিয়া মৌজা, মিরপুর ইউনিয়নের হরিরামপুর দক্ষিন মৌজায় অবস্থিত।