দক্ষিণ সুরমায় কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে স্র্যাকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২২, ৬:৫২:১৫ অপরাহ্ন
এডাব কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় ¯্র্যাকের উদ্যোগে দক্ষিণ সুরমায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ¯্র্যাকের নির্বাহী পরিচালক কয়েছ আহমদের সভাপতিত্বে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোভিডের প্রকোপ শেষ হয়ে যায়নি। এখনো মানুষ আক্রান্ত হচ্ছে এব প্রতিদিন মারা যাচ্ছে। কাজেই এ ব্যাপারে ব্যাপক সচেতনতার বিকল্প নেই। এ জন্য মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মাস্ক পরিধান করা, ভ্যাকসিন গ্রহণ, হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা, ভীড় ও জনসমাগম এড়িয়ে চলার উপর গুরুত্ব দেন তিনি। একই সাথে এসব বিষয় বেশি করে প্রচার ও প্রচারাভিযান জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এডাবের কোভিড-১৯ প্রকল্পের জেলা সমন্বয়কারী শওকত হাসান আকঞ্জীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডাঃ অনামিকা নাথ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মান্দা রঞ্জন তালুকদার ও ¯্র্যাক মা ও শিশু ক্লিনিকের চিকিৎসক ডাঃ শাহানা আক্তার চৌধুরী। শুরুতে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রকল্পের জেলা সমন্বয়কারী শওকত হাসান আকঞ্জী ও তথ্য কর্মকর্তা মনির হোসেন। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সেলিনা পারভীন। মতবিনিময় সভায় দক্ষিণ সুরমার বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। বিজ্ঞপ্তি