বিয়ানীবাজারে জমিয়তের বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২২, ৮:১৪:১৭ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলা শাখার কার্যনির্বাহি কমিটির মাসিক বৈঠক মঙ্গলবার দুপুরে দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় অফিসে অনুষ্ঠিত হয় ।
শাখা সভাপতি মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমীর পরিচালনায় সভায় চলমান সদস্য সংগ্রহ অভিযান ও অধীনস্থ ইউনিয়ন কমিটিগুলোর কার্যক্রম সুষ্ঠু তদারকির জন্য ৯ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন শাখা সহসভাপতি মাওলানা আশরাফ ফারুক জালালাবাদি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আবু ইউসুফ, পাঠাগার সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক দিলওয়ার হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা মুহি উদ্দিন মাসুম প্রমুখ।বিজ্ঞপ্তি।