কুলাউড়ায় বন্যা দুর্গতদের গ্রামীণ ব্যাংকের আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২২, ৬:৪০:৩৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার ভুকশিমইল এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে গ্রামীণ ব্যাংকের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক ভুকশিইল শাখার উদ্যোগে বুধবার আর্থিক সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি কুলাউড়া এরিয়া অফিসের ম্যানেজার আবু জাফর মোঃ ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ভুকশিমইল শাখার ম্যানেজার মোঃ শাহজান সরকার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভুকশিমইল শাখার ম্যানেজার মোঃ শাহজান সরকার জানান, সাম্প্রতিক বন্যায় ভুকশিমইল ইউনিয়নের বন্যা কবলিত এলাকা সাদিপুর, মীরশংকর, জালালপুর, ভুকশিমইল, মহেশগুল, উত্তর সাদিপুর গ্রামের ২শত সদস্যের মধ্যে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তায় জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।