দোয়ারায় ঘর পেলেন ৯০ ভূমিহীন পরিবার
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২২, ৬:৪৩:৩৭ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন আরো ৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে দেশব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল হালীম বীরপ্রতিক, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খান, মান্নারগাও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বয়া আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ৩য় পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৯০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।