দেশে শনাক্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২২, ৭:৫৬:১৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৮৮৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ২৭৯। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা ছয়জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনায় একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় করোনা শনাক্ত হয় ১ হাজার ১০৪ জনের।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৮১। আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০।
এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৫৬ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগের দুজন করে এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা যান।