কানাইঘাটে পিতার মামলায় পুত্র শ্রীঘরে
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২২, ৯:৩০:০১ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে মা-বাবাকে মারধরের অভিযোগ এনে পিতার দায়ের করা মামলায় রুহুল আমীন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে পৌরসভার নন্দিরাই গ্রামের নছির উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রুহুল আমীনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার অপর আসামী নছির উদ্দিনের দ্বিতীয়পুত্র কাতার প্রবাসী নুরুল আমীন পলাতক রয়েছে।
জানা যায় রুহুল আমীন সৌদিআরব ও নুরুল আমীন কাতার প্রবাসী। দুজনই বিবাহিত, পৃথক সংসারে বসবাস করেন। দীর্ঘদিন থেকে তারা তাদের মা-বাবাকে কোন ধরণের ভরণ-পোষণ দেয়নি। এ নিয়ে তাদের পরিবারের সাথে প্রায় লেগেই থাকতো ঝগড়া-বিবাদ। অভিযোগে উল্লেখ করা হয় তারা বিদেশে যাবার সময় তাদের পিতা নছির উদ্দিন ঋণ করে তাদেরকে বিদেশে পাঠিয়েছিলেন। এরই মধ্যে এবার দুই ছেলে দেশে ছুটিতে আসেন। এতে তাদের বাবা ঋণের টাকা পরিশোধের কথা বললে তাদের আক্রোশ আরো বেড়ে যায়। একপর্যায় গত ৪ জুলাই সকাল ৮টায় রুহুল আমীন পূর্ব আক্রোশে তার পিতা-মাতাকে মারধর করেন। এতে কাতার প্রবাসী নুরুল আমীন ভাইয়ের পক্ষ অবলম্বন করে রুহুল আমীনকে সহযোগিতা করে। এরপর ১৩ জুলাই তাদের এক বোন ঈদের ছুটিতে বাবার বাড়িতে বেড়াতে এলে তারা বোনের উপর হামলা করে। এতে তাদের বাবা মেয়ের পক্ষে কথা বললে ফের তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে পৃথক দুইটি ঘটনার দায়ে তাদের পিতা নছির উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মা-বাবাকে মারধরের ঘটনার সাথে জড়িত মামলার প্রধান আসামী রুহুল আমীনকে পুলিশ সাথে সাথে গ্রেফতার করে। তবে দ্বিতীয় আসামী নুরুল আমীন পলাতক রয়েছে।