কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৬:০০:৫৯ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, বর্তমান সিলেটের শুদ্ধতম কবি হলেন আশরাফ হাসান। নব্বইয়ের দশকে সিলেটের সাহিত্যাঙ্গনে তিনি যেভাবে তরুণ লেখকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন সুদূর আমেরিকা প্রবাসী হয়েও তিনি এখন বিশ^সাহিত্যে অবদান রাখা শুরু করেছেন।
কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক, আমেরিকা প্রবাসী কবি আশরাফ হাসানকে নিয়ে অন্তরঙ্গ আড্ডা ও কেমুসাসের ১১১৫তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য আসরকক্ষে কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত ভয়াবহ বন্যা ও ঈদ পরবর্তী ১১১৫তম সাপ্তাহিক সাহিত্য আসর উদ্বোধন করেন কেমুসাসের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনু, আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল। পঠিত লেখার উপর আলোচনা করেন সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, সাবেক আল ইসলাহ সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী। কবি আশরাফ হাসানের সাহিত্যকর্ম নিয়ে অনুভূতি ব্যক্ত করেন মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, কবি শাহেদ আব্দুর রকীব, ছড়াকার কামরুল আলম, গল্পকার মিনহাজ ফয়সল প্রমুখ।
আসরে স্বরচিত লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, শায়খ তাজুল ইসলাম আউয়াল মহলী, মোহাম্মদ ইসমাইল, শামসীর হারুনুর রশীদ, আমিনা শহীদ চৌধুরী মান্না, জুবের আহমদ সার্জন, কুবাদ বখত চৌধুরী রুবেল, সাজিদুর রহমান, নাঈমা চৌধুরী, ইমরান ইমন, আতাউর রহমান বঙ্গী, মকসুদ আহমদ লাল, মাজহারুল ইসলাম মেনন, জুবায়ের নাবিল, জাকওয়ান সালেহ ও লিলু মিয়া। নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি