কর্ণেল তাহেরের মৃত্যুবার্ষিকীতে জাসদের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৬:০৪:২৯ অপরাহ্ন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে কর্ণেল আবু তাহের (বীর উত্তম) হত্যার ৪৬তম বার্ষিকীতে বৃহস্পতিবার জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্নেল আবু তাহের বীর উত্তম এর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল সহকারে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন জাসদ নেতৃবৃন্দ।
জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে কর্ণেল তাহেরসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহিউদ্দিন আহমেদ, ফরিদ মিয়া, সুকান্ত ভট্টাচার্য, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, ফারুক আহমদ, তোবারক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি