সামাদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বরইকান্দিতে খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৬:১৩:৫৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের রায়েরগ্রামে সিলেট-৩ আসনের মরহুম এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুম’আ স্থানীয় বাবুর দোকান সংলগ্ন পয়েন্টে বরইকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি কামরুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম এমপি’র ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাকারিয়া-উল হক, যুবলীগ নেতা ফয়জুর রহমান রোকন, কামরুল ইসলাম, সায়েম আহমদ প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণে পরিবারের পক্ষে সার্বিক তত্ত্বাবধান করেন যুক্তরাজ্য থেকে প্রচারিত বাংলা টিভি চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সহযোগিতা করেন রওশন আরা চৌধুরী, জুনেদ চৌধুরী, জাহেদ চৌধুরী, এমরান শিকদার, হাসান চৌধুরী, এহসান চৌধুরী, সাকিবুস সামাদ চৌধুরী, কাওসার চৌধুরী ও কামিলা চৌধুরী। বিজ্ঞপ্তি