সাবেক মেম্বার আবুল হোসেনের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৭:৫২:০৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের বাসিন্দা প্রাক্তন মেম্বার, সালিশ ব্যক্তিত্ব মোঃ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি..রাজিউন)। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ৭৪ বছর বয়স হয়েছিল। তিনি স্ত্রী ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম’আ স্থানীয় পাড়ুয়া শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আবুল হোসেন দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। অবিভক্ত ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়াও বেশ কিছুদিন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ১৯৮৬ সালে অবিভক্ত ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হয়েছিলেন তিনি। এলাকার সালিশ বিচারের জন্য তিনি বেশ পরিচিত ছিলেন। আবুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জামাল আহমদ এর পিতা।
এদিকে, আবুল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কোম্পানীগঞ্জে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এক নজর দেখার জন্য ছুটে যান বাড়িতে। এক বিবৃতিতে নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
যুবলীগের শোক : কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বার আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
শোক বার্তায় কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ বলেন, কোম্পানীগঞ্জের মুরব্বি, অবিভক্ত ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি সদস্যের মৃত্যুতে আমরা মর্মাহত। যুবলীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।