ইতালি যেতে পারবেন তিন হাজার বাংলাদেশি: রাষ্ট্রদূত
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৮:৩৯:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বলেছেন, বাংলাদেশ ও ইতালির সরকার একটি চুক্তির ওপর কাজ করছে। এই চুক্তির ফলে বাংলাদেশের শ্রমিকরা কাজের জন্য ইতালিতে যেতে পারবেন। বাংলাদেশ সংরক্ষিত তিন হাজার জনের কোটার সুবিধা লাভ করবে। এ সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। এ ছাড়া চুক্তির ফলে ছাত্র, গবেষকরা যাতায়াত করতে পারবেন।
শরীয়তপুরে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
শুক্রবার সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসনে উৎসাহিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজ, মসজিদের ইমাম, ইতালি ফেরত ও সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বলেন, ‘গত ৩০ জুন বাংলাদেশ ও ইতালির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চুক্তির ওপর প্রথম আলোচনায় বসে।
চুক্তিতে ইতালি যাওয়ার আগে প্রশিক্ষণ, মানবপাচারকারীদের দমনসহ মানুষের চাহিদা ও জোগানের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে এবং ফেরত আনা বাংলাদেশিদের সমাজে পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আমরা চাই বাংলাদেশ থেকে অবৈধ পথে কেউ যেন ইতালি পাড়ি না জমায়। তারা যেন নিজেদের স্বনির্ভর করে ইতালিতে যাওয়ার জন্য সরকারিভাবে চেষ্টা করে। যারা বর্তমানে বৈধ পথে ইতালি যায় তাদের আমরা সব ধরনের সহযোগিতা করছি।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি।
সম্মানিত অতিথি ছিলেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব (সিনিয়র) মাসুদ বিন মোমেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।