নগরে ডিবির হাতে ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৮:১৩:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলো, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের জীবন মিয়ার ছেলে মো. ইমন (২০) ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে মো. ফখরুল মিয়া (২৬)।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্দরবাজারস্থ সন্ধ্যা বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।