হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৮:৪৩:৫৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে পাইকারিতে দাম কমেছে কেজিতে তিন থেকে পাঁচ টাকা। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২১ থেকে ২২ টাকা কেজি বিক্রি হয়েছিল। শুক্রবার তা কমে ১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকায়।
পাশাপাশি নাসিক জাতের পেঁয়াজ ২৬ থেকে ২৭ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২২ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকায়। দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বলেন, হঠাৎ দেশের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যায়। গত ৪ জুলাই ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। ফলে দুই মাস বন্ধের পর ৫ জুলাই থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে আমদানি শুরু হয়। মাঝে ঈদের ছুটির কারণে টানা আট দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ ছিল। একইভাবে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়েও আমদানি বন্ধ ছিল। ঈদের ছুটির পর আবারও সবগুলো বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঈদের ছুটি শেষে ১৬ জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। ওই দিন বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ৭৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। পরদিন রবিবার বন্দর দিয়ে ৩২টি ট্রাকে ৮৫৮ টন, সোমবার ১৭টি ট্রাকে ৪৮০ টন, মঙ্গলবার ২৭ ট্রাকে ৭৭৪ টন, বুধবার ২৮টি ট্রাকে ৮১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। বৃহস্পতিবার একদিনে ৪৬ ট্রাকে এক হাজার ৩৭৫ টন আমদানি হয়েছে। পেঁয়াজ কাঁচা পণ্য, তাই কাস্টমসের সব প্রক্রিয়া শেষে আমদানিকারকরা যাতে দ্রুত খালাস নিতে পারেন সে জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।