এক সপ্তাহে শেয়ার বাজারে মূলধন কমেছে সাড়ে ১২ হাজার কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৯:১৭:৪৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : অস্থিরতার ধাক্কায় গত সপ্তাহে বাজার থেকে বিনিয়োগকারীদের সাড়ে ১২ হাজার কোটি টাকা মূলধন কমেছে। দেখা যাচ্ছে, ঈদুল আজহার ছুটির পর গত সাত কার্যদিবসে একটানা দরপতন চলছে পুঁজিবাজারে।
বলা হচ্ছে, অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তাতে শঙ্কিত শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও। এ কারণে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির অনেক বিনিয়োগকারী এখন শেয়ারবাজার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এর ফলে প্রতিদিনই সূচকের পতন হচ্ছে। বাজারে দেখা দিয়েছে মন্দাভাব। বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ঈদুল
আজহার ছুটির পর গত সাত কার্যদিবসে একটানা দরপতনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২৮ পয়েন্ট কমেছে। এতে ডিএসইএক্স সূচকটি নেমে এসেছে ৬ হাজার ১৩৯ পয়েন্টে। আর ছয় কার্যদিবসের ব্যবধানে লেনদেন ১২৪ কোটি টাকা কমে নেমে এসেছে ৬৬৫ কোটি টাকায়।
শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের তথ্য অনুযায়ী, ঈদের ছুটির পর টানা পতনের মধ্যে প্রায় ছয় হাজার বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে বিও হিসাব খালি করেছেন।
এদিকে গত ১ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত শেয়ারবাজারে ৩৩ দিন লেনদেন হয়েছে। এই ৩৩ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ২০ দিনই কমেছে। বেড়েছে ১৩ দিন।
জানা গেছে, বাজারে এখন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের বড় অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। একটি অংশ টানা পতনে লোকসানে পড়ে নিষ্ক্রিয় হয়ে গেছে। আরেকটি অংশ সব শেয়ার বিক্রি করে দিয়ে চুপচাপ বসে আছে।
গত সপ্তাহের বাজার বিশ্লেষণ করে দেখা যায়, গেলো সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচকও। এতে এক সপ্তাহেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ১২ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে। বাজার মূলধন কমার পাশাপাশি গেলো সপ্তাহে কমেছে লেনদেনের পরিমাণ।
ঈদের পর গত সপ্তাহের আগের সপ্তাহে শেয়ারবাজারে তিন কার্যদিবস লেনদেন হয়। ওই তিন কার্যদিবসেই দরপতন হওয়ায় ডিএসইর বাজার মূলধন প্রায় তিন হাজার কোটি টাকা কমে যায়।
তথ্য বলছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ১১৯ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল পাঁচ লাখ ১৫ হাজার ৯৬০ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১২ হাজার ৮৪১ কোটি টাকা।