সিলেট জেলা ব্যাডমিন্টন দলের জার্সি বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৯:১৯:৫৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৪ হতে ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য “৩৭ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২২”-এ অংশগ্রহণ করছে সিলেট। এ লক্ষ্যে সিলেট জেলা ব্যাডমিন্টন দলের জার্সি বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামস্থ ক্রীড়া ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসেসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ তকরিমুল হাদী কাবী ও মারিয়ান চৌধুরী মাম্মী, জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম, সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, সহকারী সম্পাদক রুয়াইব আহমদ রুয়েব, ব্যাডমিন্টন কমিটির সদস্য প্রদীপ কুমার সিংহ, মিনহাজ আহমদ ও খেলোয়াড়বৃন্দ প্রমুখ।