অক্সফোর্ড সামিট অব লিডার্স এ সেরা লিডিং ইউনিভার্সিটি
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৭:১৪:১৯ অপরাহ্ন
অক্সফোর্ড সামিট অব লিডার্স এ সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। সেইসাথে শিক্ষাক্ষেত্রে ‘টপ ম্যানেজার অব দ্য ইয়ার’ খেতাবে ভূষিত করা হয়েছে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলাকে।
বৃহস্পতিবার (২১ জুলাই) অক্সফোর্ডের টাউনহলে অনুষ্ঠিত অক্সফোর্ড সামিট অব লিডার্স এন্ড সক্রেটিস অ্যাওয়ার্ড সেরিমোনিতে লিডিং ইউনিভার্সিটিকে ‘ইবংঃ জবমরড়হধষ টহরাবৎংরঃু’ রহ ংপরবহপব ধহফ বফঁপধঃরড়হ ংঢ়যবৎব অ্যাওয়ার্ড প্রদান করে দ্য সক্রেটিস কমিটি।
উল্লেখ্য, গত ২২ বছরযাবত অক্সফোর্ড সামিট অব লিডারস এবং সক্রেটিস অ্যাওয়ার্ড অনুষ্ঠান একটি উচ্চ-প্রোফাইল ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের সাফল্য উপস্থাপন করেন এবং অক্সফোর্ডের কেন্দ্রস্থলে তাদের কৃতিত্বের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে থাকেন। বিজ্ঞপ্তি