দাওয়াতি কার্যক্রম আরো মজবুদ করতে হবে: গাজি রহমত উল্লাহ
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৭:১৫:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১১নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৈঠক শুক্রবার (২২ জুলাই) বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে মুফতি অলিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা মাওলানা গাজি রহমত উল্লাহ, বিশেষ অতিথি মহানগর সাধারণ সম্পাদক জননেতা আলহাজ¦ মাওলানা এমরান আলম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজি রহমত উল্লাহ বলেন, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ১৯৮৯ সনের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ইসলাম দেশ জাতির কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও মজবুদ করার আহবান জানিয়ে বলেন ইসলামের সুমহান আদর্শ হেকমতের মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করতে হবে। তিনি সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ কারাগারে বন্দি সকল আলেম উলামাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
দায়িত্বশীল সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর নির্বাহী সদস্য মুহাম্মদ সিকন্দর আলী, মহানগর নির্বাহী সদস্য ও ১১নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মুহাইমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, ১৩নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস শাকুর, সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, ১২নং ওযার্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ হেলাল উদ্দিন, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ জুনেদ আহমদ, মুহাম্মদ আকবর আলী, হাফিজ মাওলানা সাইফুর রহমান, মাওলানা মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ নাসির আব্দুল্লাহ, মুহাম্মদ মনির আহমদ, মুহাম্মদ বাবুল মিয়া, মুহাম্মদ নুরুল হক, মুহাম্মদ দিলোয়ার প্রমুখ।
দায়িত্বশীল বৈঠকে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ১২জন ব্যক্তি সংগঠনের আদর্শে একমত পোষণ করে সংগঠনে যোগদান করেন। পরে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে মুফতি মাওলানা অলিউর রহমানকে সভাপতি ও হাফিজ হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট ১১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি