বন্যার্তদের মধ্যে চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৭:১৯:৫৪ অপরাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর নির্মাণের জন্য চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের উদ্যোগে সুনামগঞ্জে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সুনামগঞ্জের হাওরের প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে ৫ হাজার টাকা করে ৩৪ টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সিলেট মদন মোহন কলেজের বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও কলেজের বিএনসিসি-এর কমান্ডার ল্যাফ্টেনান্ট মোঃ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাধারন সম্পাদক ওয়াহিদ মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ জাহিদ বুলবুল ও ডাঃ তারেক আহমদ, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত, অর্থ সম্পাদক একেএম আবুল বাশার সোহেল, প্রকাশনা সম্পাদক মোঃ মনিরুজ্জামান নান্নু, সিনিয়র সদস্য ইসমত আরা বেগম রুমা ও কানাইঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, বিশিষ্ট সমাজ সেবক সফর আলী ও রুহুল আমীন, এমইউপি নুরুল ইসলাম, শান্তিগণ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জনতা ব্যাংকের অফিসার গৌতম বাবু, মাদ্রাসা শিক্ষক কাঞ্চন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪টি পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করেন চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বৃহত্তর সিলেটে বিগত ১২২ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যায় কবলিত হয়নি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় সুনামগঞ্জ জেলা। বন্যায় ক্ষতিগ্রস্থ বিপর্যস্ত মানুষের ঘর নির্মাণে জন্য চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের নগদ অর্থ বিতরণ মহতি কাজ ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা এই সংগঠনের মত মানব সেবামূলক কাজে অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি