জৈন্তাপুরে মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৭:৪৬:১৭ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি:
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জৈন্তাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শেখ মোহাম্মদ মাসুদ রানা ২৩-২৯ জুলাই সাপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি উপস্থাপন করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে ব্যানার, ফেস্টুন ও মাইকিং’র মাধ্যমে ব্যাপক প্রচারণা, আলোচনা সভা ও র্যালি, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য চাষে র্বতমান সরকারের অগ্রগতির প্রামাণ্য চিত্র প্রর্দশন, প্রান্তিক মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণসহ সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। তিনি এসব অনুষ্টানে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সহ সভাপতি সেলিম আহমদ, সাবেক সহ সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য মীর শোয়েব আহমদ, শোয়েব উদ্দিন, নাজমুল ইসলাম, সালমান শাহ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহেল আহমদ প্রমুখ।