কলেজ ছাত্রীর সামনে অশ্লীলতা, যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৭:৪৪:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সকালে প্রাইভেট পড়াতে যাওয়ার সময় যৌন হয়রানির শিকার হয়েছেন সুনামগঞ্জের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী। এসময় সড়কে মেয়েটির সামনে দাঁড়িয়ে অশ্লীল কাজ করতে থাকে এক বখাটে যুবক। সম্ভ্রম রক্ষা করতে মেয়েটি গিয়ে পাশের একটি বাসায় আশ্রয় নেয়। পরে স্থানীয়রা বের হলে ওই যুবক পালিয়ে যায়। শুক্রবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকায়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনাটি এলাকায় চাউর হলে ওই যুবককে আটক করতে মাঠে নামে র্যাব। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে ওই যুবককে শনাক্ত করে র্যাব। পরে পৌরশহর থেকে মানিক মিয়া (২৬) নামের ওই যুবককে আটক করে র্যাব। তাহিরপুর উপজেলার দক্ষিণ কুল গ্রামের গুলেনুরের ছেলে। সে সুনামগঞ্জ পৌর শহরে বাসা ভাড়ায় থাকে এবং পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভীতসন্ত্রস্ত্র একটি মেয়ে সড়কের একপাশে দাঁড়িয়ে আছে। এসময় একটি ছেলে এসে মেয়ের স্পর্শকাতর জায়গা স্পর্শ করে। এরপর একটু সামনে গিয়ে প্যান্টের চেইন খুলে অশ্লীল কাজ করতে থাকে। আরেকটি ভিডিওতে তাকে দৌঁড়ে পালাতে দেখা যায়।
আটকের ঘটনা নিশ্চিত করে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে.কর্ণেল সিঞ্চন আহমেদ জানান, কলেজ পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানির খবর পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ে নিজে বাদি হয়ে মামলা করেছে। আসামী র্যাব হেফাজতে আছে। তাকে পুলিশের মাধ্যমে কোর্টে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।