ইতালির মনফালকনে দাবানলে আতঙ্কিত বাংলাদেশী
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৭:৫৮:০৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ইতালির ভেনিস শহর থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের শিল্প শহর মনফালকনে। শহরটিতে প্রায় ৯ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রধান কর্মসংস্থান জাহাজ নির্মাণ শিল্প কারখানায় ৪ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী শ্রমিক কর্মরত। শহরটির তিনদিক পাহাড় বৃষ্টিত ও এক পাশে সাগর। পাহাড়ে তীব্র দাবদাহে দাবানল ছড়িয়ে পড়েছে। দুদিন আগে সৃষ্ট দাবানলের আগুন মঙ্গলবার রাত থেকে চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে।
পরিস্থিতি ভয়াবহের দিকে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই মনফালকনে শহরের সঙ্গে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। হেলিকপ্টারে করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। স্থানীয় সয়র জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।
সামনে তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র দাবদাহ ও ধোঁয়ায় শ্বাসকষ্ট, পানিশূন্যতা, হিটস্ট্রোক, রোদে পোড়া, ক্লান্তির সমস্যা সৃষ্টি হয়।