প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর ঈদ আড্ডা
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৯:২৪:৪০ অপরাহ্ন
ঈদের আনন্দকে মানুষের মধ্যে জাগিয়ে তোলার জন্য এরকম সুস্থ সংস্কৃতির আয়োজন নতুন প্রজন্মকে মননশীল করে তুলবে। প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর ভিন্ন রকমের এই আয়োজন ঈদকে রঙিন এবং প্রণবন্ত করে দিয়েছে। ঈদ উৎসব আরো অর্থবহ করে তোলার জন্য আজকের ঈদ আড্ডা আগামী দিনের সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে প্রতিষ্ঠা পাবে। ব্যাপকভাবে এমন আয়োজন করা সম্ভব হলে আমাদের সামাজিক বন্ধন শক্তিশালী হয়ে ওঠবে। সুসংগঠিতভাবে ইসলামি নিয়ম অনুযায়ী উৎসবমুখর ঈদ উদযাপন না করায় বিভিন্নপ্রকার অপসংস্কৃতি লালিত-পালিত হয়ে আসছে। এগুলো বন্ধ করতে হলে প্রথমে সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরী করতে হবে। শৈলী আজকে যে আয়োজন করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ। ধীরে ধীরে শৈলীর ঈদ আড্ডা আরো জনপ্যিয় হয়ে উঠবে বলে বিশ্বাস করি।
গত ২২ জুলাই বালুচর জামিআ সিদ্দিকিয়ার প্রাঙ্গনে প্রগতিশীল পাঠকসংঘ শৈলী কর্তৃক আয়োজিত ঈদুল আজহা পরবর্তী ঈদ আড্ডা ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে প্রধার অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখপত্র আল-ইসলহার সম্পাদক গল্পকার সেলিম আউয়াল এ কথা বলেন। শৈলীর সাধারন সম্পাদক সামিম গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শৈলীর সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদ। ভিন্নরকমের ঈদের এ আয়োজনে ছিলো ঈদের পিঠা, বইয়ের স্টল ও ক্যালিগ্রাফি, আর্টসহ বিভিন্ন প্রচীন দুর্লভ জিনিসের প্রদর্শনী এবং অনুষ্ঠানে উপস্থিতীদের নিয়ে সাধারণ জ্ঞান ও খেলার আয়োজন। সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিজয়ী হোন নাওয়াজ মারজান, শেখ মনিরুজ্জামান কিরণ, নাওয়াজ লাবিব। নারীদের মধ্য থেকে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিজয়ী হোন লুবাদা চৌধুরী, সাইয়্যিদা মাইমুনাহ, লাবনী আক্তার এবং খেলায় বিজয়ীরা হলেন হেলাল হামাম, আরমান আলী, মুস্তাক আহমদ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শেখ এনাম, সাইয়েদ শাহীন, মাসুম বিল্লাহ, নাঈম মাহফুজ।
শৈলীর আয়োজিত ঈদ আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৈলীর প্রধান উপদেষ্টা কবি ও গবেষক সৈয়দ মবনু, শৈলীর শুভাকাক্সক্ষী কিশোয়ার মোশাররফ, সুধী এস এম কিবরিয়া, সুধী মুফতি মনসুর আহমদ, শৈলীর সুদী নেছার আহমদ জামাল, উপদেষ্টা হেলাল হামাম, উপদেষ্টা ফিদা হাসান, সাংবাদিক নাওয়াজ মারজান, সাদাকাকের প্রতিষ্ঠাতা শেখ মনিরুজ্জামান কিরণ, সাদাকাকের সাধারণ সম্পাদক তাহরিম বক্ত নাদিব, কবি সৈয়দ ফরহাদ, শৈলীর সহ-সভাপতি অরুপ নাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ, সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, ইসহাক কোরেশী আকিব, সহ-সাধারণ সম্পাদক ইসমাঈল আলী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিক হাসান মিল্টন, অর্থ সম্পাদক খাইরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দেওয়ান নাফি, হাবিবুর রহমান, এইচ কে জিলানী, শৈলীর সভ্য সৈয়দ তোয়াহা, সভ্য সৈয়দ নাহিয়ান, শৈলী নারী শাখার অর্থ সম্পাদক সৈয়দা ওয়াজিহা প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যের মাধ্যমে শৈলী ঈদ আড্ডার অনুষ্ঠান সমাপ্তি করা হয়। বিজ্ঞপ্তি