মোগলাবাজারে দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক’র অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৯:৫১:০০ অপরাহ্ন
সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক (ইনক)-এর পক্ষ থেকে দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে শনিবার (২৩ জুলাই) নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ইশতাকুল হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সহ-সভাপতি শাহ কামাল উদ্দিন এর সার্বিক সহযোগিতায় ও কার্যকরী কমিটির অর্থায়নে গতকাল শনিবার সকালে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী মোঃ আল মামুন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক ইউপি সদস্য সানাউর আলী সোনা, সমাজকর্মী কবির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি