শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের নগদ অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৬:০৯:৫৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলার সদরপুর ও কামরুপদলং গ্রামের ৫১ টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার দুপুর ১২ টায় উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁনের সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় অর্থ বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব রায়, পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার দাস, বাদল চন্দ্র দাস, আতিকুর রহমান, রাজু রায়, এনামুল হক, সহকারী শিক্ষক নিবারন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী নজরুল ইসলাম সহ প্রমুখ।