জৈন্তাপুরে প্রোডিউসার গ্রুপের সদস্যদের পশু খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৬:১৬:৩৯ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র আওতায় প্রোডিউসার গ্রুপের সদস্যদের মাঝে পশু খাদ্য বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের উদ্যোগে বন্যাকবলিত ডেইরী প্রোডিউসার গ্রুপের ১৪৩ জন সদস্যের মাঝে ৫০ কেজি করে গো-খাদ্য, ভিটামিন প্রিমিক্স ও ডিসিপি প্রদান করা হয়। খামারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফ উদ্দিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের, জহির উদ্দিন সহ প্রকল্পের দায়িত্বশীলরা।