সুনামগঞ্জে সিডিউল ভেঙ্গে লোডশেডিং
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৬:৩২:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সিডিউল ভেঙ্গে লোডশেডিং হচ্ছে। সে কারণে বিপাকে পড়েছেন মানুষজন। ব্যবসা বাণিজ্যে চরম দুর্দিন চলছে। শিক্ষার্থীদের পড়ালেখায় মারাতœক বিঘœ ঘটছে। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, চাহিদার চেয়ে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ফলে সুচিও ঠিক রাখা সম্ভব হচ্ছে না।
জানা যায়, বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই অনুযায়ী সুনামগঞ্জেও গত মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সুনামগঞ্জে কোথাও কোথাও ২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং ছিল। কোথাও কয়েকদফা লোডশেডিং হচ্ছে। এলাকাভিত্তিক পৌর শহরে ৫/৬ ঘন্টা লোডশেডিং হচ্ছে। যে কোন সময় ঘোষণা ছাড়াই চলে যায় বিদ্যুৎ। ফলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাতে প্রচন্ড গরমে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। শিক্ষার্থীরা পড়াশুনা ঠিকমত না হওয়ায় অভিভাবকরা পড়েছেন দুশ্চিন্তায়। গ্রামে ২৪ ঘন্টার মধ্যে ৭/৮ ঘন্টা বিদ্যুতের দেখা মেলে না। তারা পড়েছেন আরো মহাবিপদে।
নতুনপাড়ার বাসিন্দা অধির কুমার জানান, যে কোন সময় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুতের লোডশেডিং এর যে সুচি রয়েছে তা মানা হচ্ছে না। ফলে রাতের ঘুম ও বাচ্চাদের পড়াশুনায় ব্যাপক ক্ষতি হচ্ছে।
নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, বিদ্যুৎ সংকট মোকাবেলায় এলাকাভিত্তিক দৈনিক ৩/৪ ঘন্টা লোডশেডিং করা হয়। কোন ধরণের টেকনিক্যাল সমস্যা না থাকলে সন্ধ্যায় লোডশেডিং করা হয় না।