জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত শিক্ষকের পরিবারে জামায়াতের আর্থিক অনুদান
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৭:৩৯:৩২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্প্রতি নৌকাডুবিতে নিহত হওয়া মাদ্রাসা শিক্ষক মুফতি মাওলানা বদরুল আলমের শোকার্ত পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। বাড়িয়ে দিলেন সহায়তার হাত। শোকসন্তপ্ত পরিবারের হাতে তুলে দিলেন নগদ ৫০ হাজার টাকা।
শনিবার সন্ধ্যায় সাংবাদিক আলী আছগর ইমনের মামাতো ভাই উপজেলার পাটলি ইউনিয়নের চকচানপুর গ্রামের বাসিন্দা নৌকাডুবিতে নিহত হওয়া মাদ্রাসা শিক্ষক মুফতি মাওলানা বদরুল আলমের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে ও ওবায়দুল হক শাহিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুফাসসির পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানি, বাংলাদেশ ইত্তেহাদুল কুররা এর সভাপতি মাওলানা মুফতি আলী হায়দার। বক্তব্য রাখেন হাফেজ মাওলানা সাঈদুর রহমান, মাস্টার বোরহান উদ্দিন প্রমূখ।
এ সময় মাওলানা দরস উদ্দিন, নুর হুসাইন হিরন, আব্দুল কাইয়ুম, মাওলানা ইমরুল হাসান জাফরি, মাওলানা আলী আহমদ, হাফিজ রফিকুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ, আমিন উদ্দিন, আরাফাত আহমদ রাহাত, হাফিজ বিল্লাল হুসেন সহ জগন্নাথপুর ও ছাতক উপজেলা ছাত্রশিবির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দি সোসাইটি জগন্নাথপুর এর পক্ষ থেকে নিহতের পরিবারে আরো ৫ হাজার টাকা প্রদান করা হয়।