সিলেট সদরে বন্যায় ক্ষতিগ্রস্তদের জামায়াতের বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৭:৪৭:৪৫ অপরাহ্ন
সিলেট সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখা। ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রোববার সকালে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মৌলভীরগাঁও, আমানতপুর, নোয়াগাঁও, কৃষ্ণপুর, ইলামেরগাঁও, লালখা ও টুকেরগাঁও এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান। সিলেট সদর উপজেলা আমীর সুলতান খানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর জামায়াতের নায়েবে আমীর সাবেক মেম্বার আব্দুল লতিফ লালা, জামায়াতনেতা মাওলানা আরশ আলী, মাওলানা আব্দুল মুকিত ও তসলিম উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি