আওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৭:৪৭:৫৮ অপরাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সিলেটে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে এক আলোচনা সভা রোববার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মহানগর যুবলীগ নেতা গুলজার আহমদ জগলু।
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগ নেতা শাহীন আহমদ, খিজির মিয়া, সূর্য্য বিশ্বাস, মনি বিশ্বাস, কাজল মিয়া, আক্কাস উদ্দিন, রহিম শাহ, নিজাম উদ্দিন, এ.কে.এম আকবর, যুবলীগ নেতা এইচ.এম রনি, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, মহিব উদ্দিন, শানুর আহমদ প্রমুখ। এছাড়াও জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি