জৈন্তাপুর যুবদলের কর্মসূচীতে হামলায় নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ৯:৪১:৫১ অপরাহ্ন
যুবদল কেন্দ্রঘোষিত কর্মসূচী পালনকালে গত ১৬ জুলাই শনিবার জৈন্তাপুর উপজেলা যুবদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও যুবলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দ। হামলায় জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই ধরনের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তারা।
রোববার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, জৈন্তাপুরে উপজেলা যুবদলের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ ও সরকারদলীয় যুবলীগ সন্ত্রাসীদের হামলায় আমরা বিস্মিত। জৈন্তাপুরের শান্ত জনপদকে অশান্ত করার ফল কারো জন্য শোভনীয় হবেনা। কোন উস্কানী ছাড়াই সরকার দলীয় সন্ত্রাসীরা যুবদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে। অবিলম্বে জৈন্তাপুরে যুবদলের মিছিলে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং একই সাথে হামলায় জড়িত কতিপয় অতিউৎসাহী পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা। বিজ্ঞপ্তি