মোবাইল পাঠাগারের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২২, ৭:৩৭:৪১ অপরাহ্ন
প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেট মোবাইল পাঠাগার এর ৭৮৭ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠান হয়।
ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বেও সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ’ সম্পাদক আবদুল কাদির জীবন’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছয়ফুল আলম পারুল।
সাহিত্য সভায় লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি মকসুদ আহমেদ লাল, কবি জুবের আহমদ সার্জন, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, গীতিকার নুর মোহাম্মদ মুবিন প্রমুখ। বিজ্ঞপ্তি