পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ফ্রী মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২২, ৭:৪৮:২০ অপরাহ্ন
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট সদর ব্রাঞ্চ ও ঢাকা কলেজ এইচএসসি ৮৮ ব্যাচ এর যৌথ উদ্যোগে বন্যা পরবর্তী স্ব্যস্থসেবা নিশ্চিতে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরের জালালাবাদ থানার শিবেরবাজারস্থ রাজারগাঁও মাখজানুল উলুম দারুল হাদিস দ্বিপাক্ষিক টাইটেল মাদরাসায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক দরিদ্র পরিবারের লোকজনদের মধ্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পদক্ষেপ এর সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
পদক্ষেপের এরিয়া ম্যানেজার মুজিবুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা রফিকুজ্জামান, রাজারগাঁও মাখজানুল উলুম দারুল হাদিস দ্বিপাক্ষিক টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবুল খায়র ক্বাসিমি, সহকারী প্রিন্সিপাল মাওলানা আজিজ আহমদ, শায়খুল হাদীস মাওলানা আব্দুল আউয়াল, ইউপি মেম্বার আলকাছ মিয়া। উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সিলেট সদর ব্রাঞ্চের ম্যানেজার নন্দন বর্মন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন পদক্ষেপ এর মেডিকেল অফিসার ডাঃ ইউসুফ নবী, স্ব্যস্থ্য কর্মকর্তা তন্নয় দাস, ছলেট রায়, দীপংকর তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা মাহি উদ্দিন রুবেল, কমিউনিটি ম্যানেজার শম্পা পাল প্রমুখ।
অনুষ্ঠানে ৫ শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন অতিথিসহ পদক্ষেপ এর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি