মদীনা মার্কেটে চলন্ত অটোরিকশায় হঠাৎ আগুন
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২২, ৭:৫৯:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে মুহুর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় অটোরিক্সাটি। সোমবার দুপুরে নগরীর মদিনা মার্কেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নগরীর টুকেরবাজার এলাকা থেকে আম্বরখানা যাওয়ার পথে মদিনা মার্কেট এলাকার শাহজালালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার পাশে পৌছামাত্র যাত্রীবাহী অটোরিকশায় (সিলেট থ ১২-০০৪৩) হঠাৎ আগুন লেগে যায়। চলন্ত অবস্থায় অটোরিকশার ইঞ্জিনের দু’টি লাইনের শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। গাড়ীতে আগুন দেখামাত্রই চালক ও যাত্রীরা গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক মিনিটের মধ্যে আগুনে গাড়িটি ভস্মীভূত হয়।
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসাইন দৈনিক জালালাবাদকে জানান, খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।