অজ্ঞাত বৃদ্ধার লাশের পরিচয় চায় পুলিশ
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২২, ৮:০০:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে অজ্ঞাতনামা পরিচয়ের আনুমানিক ৮০ বছর বয়সী এক মৃত বৃদ্ধার স্বজনদের সন্ধান জানতে চায় কোতোয়ালী থানা পুলিশ। ওই মহিলা গত ২১ জুলাই বৃহস্পতিবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মত্যুবরণ করেন।
সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২০ জুলাই বুধবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে আনুমানিক ৮০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই মহিলা কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্টস্থ মক্কা মেটালের সামনে রাস্তার উপর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে পথচারী লোকজনদের সহায়তায় জনৈক জাবেদ আহমদ নামের এক লোক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ২১ জুলাই বৃহস্পতিবার মত্যুবরণ করেন। মৃতদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্যাহ তাহের অজ্ঞাতনামা পরিচয়ের এই মহিলাকে কেউ চিনে থাকলে তার আত্মীয় স্বজনকে কোতোয়ালী মডেল থানা (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই(নিঃ)/ইব্রাহিম মুন্সী, মোবা-০১৭১৪-২২৩৬৪৭) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।