গণদাবী পরিষদের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ৬:৫৬:০৬ অপরাহ্ন
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মি এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তারা বৃহত্তর সিলেটের দাবী দাওয়া আদায়ের জন্য জাতীয় সংসদে সিলেট বিভাগের নির্বাচিত সংসদ সদস্যগণকে জোরালো ভূমিকা পালনের জন্য অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক এম.এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, ডাঃ শিহাব উদ্দিন, ডাঃ মখলিছ, রায়হান আহমদ, মাসুদুর রহমান মোমেল, মোঃ সুমেল করিম, আমিনুল ইসলাম তালুকদার, নাছির উদ্দিন, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস, নাজমিন বেগম সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি