বিকাশে ভুল নম্বরে প্রেরিত প্রবাসীর টাকা উদ্ধার করলেন ওসি
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ৭:৫১:২০ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা : সৌদি আরব প্রবাসী আবুবকর সিদ্দিক জরুরী প্রয়োজনে বাড়িতে ভাইয়ের কাছে ২৫ হাজার টাকা পাঠিয়ে ছিলেন বিকাশের মাধ্যমে। কিন্তু নম্বর ভুল হয়ে টাকা চলে যায় অন্যত্র। এক মাস পর ওসির ভূমিকায় সেই টাকা ফিরে পেলেন প্রবাসীর ভাই।
জানা যায়, মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিক সৌদি আরব কর্মরত। জরুরী কাজে গত ২৪ জুন কর্মস্থলের পার্শ্ববর্তী একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে দেশে ভাইয়ের কাছে ২৫ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা না আসায় খোঁজ খবর নিয়ে জানতে পারেন দোকানদার একটি নম্বর ভুল করায় টাকাগুলো অন্যত্র চলে গেছে।
এ খবরে সৌদি প্রবাসীর ভাই বিষয়টি জুড়ী থানায় অবগত করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান করে টাকা চলে যাওয়া নম্বরের মালিককে শনাক্ত করেন। তার নাম আল আমিন। বাড়ী বগুড়ার দৌলতপুর থানার রামেশ্বরপুর গ্রামে। সেখানকার ওসিকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। ওসির নির্দেশে দৌলতপুর থানার এসআই আব্দুল খালেক ২৫ জুলাই রোববার রাতে আল আমিনকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি টাকার কথা স্বীকার করেন এবং ফেরত দেন। পরে এসআই আব্দুল খালেক প্রবাসীর ভাইকে বিকাশে টাকা গুলো প্রেরণ করেন।
সৌদি প্রবাসী আবু বকর সিদ্দিক মোবাইল ফোনে জানান, দোকানদারের ভুলে টাকাগুলো ভুল নম্বরে চলে যায়। ওসির চেষ্টায় টাকা ফিরে পেয়ে আমি খুশী। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্তকে সহায়তা করা পুলিশের কর্তব্য।