এআইবিএ বিজনেস ক্লাবের আন্ত:কলেজ কুইজ প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ৭:৫৫:৫১ অপরাহ্ন
আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ক্লাবের আয়োজনে আন্ত:কলেজ কুইজ প্রতিযোগিতা ১ম পর্বের বাছাই শুরু হয়েছে। মঙ্গলবার ১ম পর্বের নির্বাচিত কলেজ ছিলো স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস। স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমদ কাদেরী (অব.) ও আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শেখ লুৎফুর রহমান।
আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতাটি ২ পর্বে অনুষ্ঠিত হবে। প্রাথমিক ধাপে সিলেটের সকল স্বনামধন্য কলেজ থেকে চারজন নির্বাচিত করে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও দ্বিতীয় বিজয়ী দলকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।
স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখায় কুইজ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক কামরুল হক জুয়েল ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি