বালাগঞ্জে ২ লক্ষ টাকার ম্যাজিক জাল ও কারেন্ট জাল জব্ধ
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ৮:০৬:৩৮ অপরাহ্ন
বালাগঞ্জ সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জ উপজেলার গোড়াপুর হাওর ও ভরভাগা নদীর বিভিন্ন পয়েন্টে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্ষতিকর ১০ টি ম্যাজিক জাল ও ১০,০০০ মিটার কারেন্ট জাল জব্ধ করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত গোড়াপুর হাওর ও ভরভাগা নদীতে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ মিটার কারেন্ট জাল ১০ টি ম্যাজিক জাল জব্ধ করে এবং ২০ কেজি জ্যান্ত মাছ হাওরে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুজিনা আক্তার। এ সময় সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক ও বালাগঞ্জ থানার একজন সাব ইন্সপেক্টর।
জব্দকৃত ১০,০০০ মিটার কারেন্ট জাল ও ক্ষতিকর ম্যাজিক জাল বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্সে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।