হবিগঞ্জে ডা. শফিকের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও উপহার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ৮:৩২:২৩ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ও শিবপাশা বাজারে এবং বানিয়াচং উপজেলার রত্মা বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বসতবাড়ি পুননির্মাণের জন্য ঢেউটিন এবং কাপড় বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
মঙ্গলবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মসজিদ পুন:নির্মাণের জন্য বিশেষ আর্থিক অনুদান ঘোষণা করেন এবং মসজিদের পুন:নির্মাণের কাজের উদ্বোধন করেন তিনি। এরপর আজমিরিগঞ্জের শিবপাশা এবং বানিয়াচং উপজেলার রতœা বাজারে সাধারণ মানুষদের মঝে উপহার সামগ্রী কাপড় ও ঢেউটিন বিতরণ করেন তিনি।
তিনটি স্পটে উপস্থিত বিপুল সংখ্যক জনতাকে উদ্দেশ্য করে ডাঃ শফিকুর রহমান বলেন, এই বিপদ এসেছে আল্লাহ পাক এর পক্ষ থেকে, এই বিপদ সরিয়েও নিবেন আল্লাহ। সবাইকে আল্লাহ পাক এর কাছে দোয়া করার আহবান জানান। তিনি বলেন, আমাদের সামর্থ্য অতিক্ষুদ্র। আমরা এসেছি আমাদের প্রিয়জনদের একনজর দেখে যেতে। আপনাদের সাথে নিয়ে রাব্বে কারীমের দরবারে প্রাণখোলে দোয়া করতে; যেন আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেন, আমাদের বিপদ কাটিয়ে উঠার তাওফিক দেন। পরে আমিরে জামায়াত উপস্থিত সবাইকে নিয়ে মুনাজাত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামি আজমিরীগঞ্জ উপজেলা আমীর শুয়েব পাশা এবং বানিয়াচং উপজেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল হান্নান আরজুর সভাপতিত্বে আয়োজিত পৃথক তিনটি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাঃ শাহজাহান আলী, জেলা জামায়াতের আমীর আব্দুর রহমান মাষ্টার, নায়েবে আমীর মাওলানা মুখলিছুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, জেলা বায়তুলমাল সেক্রেটারি মাওঃ আব্দুস শহিদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা জামায়াতের ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা আশরাফ আলী, জেলা তারবিয়াত বিভাগীয় সেক্রেটারি, বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল হাই, সিলেট মহানগর শিবিরের এইচ আর ডি সম্পাদক শাহিন আহমদ, জেলা শিবিরের সভাপতি আব্দুল হাফিজসহ বানিয়াচং আজমিরীগঞ্জসহ জেলা ও অন্যান্য উপজেলার জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি