রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের এনআরবিসি ব্যাংকের সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ৮:৩৫:৫১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : রাজনগর উপজেলার বন্যা এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে এনআরবিসি ব্যাংক মুন্সীবাজার শাখার আয়োজনে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্যাংক ভবনে আর্থিক সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল।
তিনি মুন্সীবাজার শাখার উদ্দোগের প্রশংসা করে বলেন সরকার বিভিন্ন দুর্যোগকালীন সময়ে জনগনের পাশে রয়েছে। পাশাপাশি ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা মানব কল্যানে কাজ করে যাচ্ছে। এতে দুর্যোগকালীন অসহায় মানুষ উপকৃত হয়।
মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন সাব্বির এর সভাপতিত্বে ও ব্যাংকের জুনিয়র টেলার আব্দুল কাদির মাঈনুলের সঞ্চালনায় বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, সমাজসেবী এম. খছরু চৌধুরী, আজিজুর রহমান নুনু, ব্যাংক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সৈয়দ মুজতবা আলী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন সাব্বির জানান, সারাদেশে বন্যার্তদের আর্থিক সহায়তার অংশ হিসেবে রাজনগর উপজেলার মানুষের মধ্যে এ সহায়তা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২শত পরিবারের মধ্যে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তায় জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপকারভোগী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।