গোয়াইনঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ৯:৩১:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট চেঙেরখাল নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে হাওয়ারুন নেছা (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আনফর আলী (৭৫) নিখোঁজ ও নাতি রুহুল আমিনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল জলইরমুখ এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার হাতিরকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় হাওয়ারুন নেছাকে মৃত উদ্ধার করেন। কিন্তু আনফর আলীকে উদ্ধার করতে পারেননি। ঘটনাটি থানা পুলিশকে জানালে পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণ উদ্ধার তৎপরতা চালায়। পরে সন্ধ্যা হয়ে গেলে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়।
পুলিশ জানায়, এদিন বিকেলে আনফর আলী স্ত্রী ও নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। নৌকা চালাচ্ছিলেন আনফর আলী। পথিমধ্যে একটি বালুবাহী বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাওয়ারুন নেছা। আর তার স্বামী পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিক আরেকটি নৌকায় থাকা লোকজন শিশু রুহুল আমিনকে উদ্ধার করতে সক্ষম হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর নিহতের স্বামীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করেছে। তবে মঙ্গলবার রাক ৯টা পর্যন্ত নিখোঁজ আনফর আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি। নৌকা ডুবির ঘটনায় বাল্কহেডের চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।