রাজনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৬:২২:১৬ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় ওয়াহিদুর রহমান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে তালতলা নামক স্থানে নিজের চালিত মোটরসাইকেল একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুশুরিয়া গ্রামের মবশ্বির মিয়ার ছেলে ওয়াহিদুর রহমান মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে মৌলভীবাজার যাচ্ছিলেন। যাবার পথে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের তালতলা এলাকায় মৌলভীবাজারগামী বালু ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ দুর্ঘটনাস্থলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।