ওসমানীনগরে আইন উদ্দিন এ্যান্ড রহিমা ইসলামিক ফাউন্ডেশন’র পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৬:৩৬:৫৮ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের কালনীরচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লোকমান আলীর পিতা ও মাতার নামে গঠিত ‘আইন উদ্দিন এ্যান্ড রহিমা ইসলামিক ফাউন্ডেশন’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কালনীরচর মাদরাসা ও মসজিদ উন্নয়নে মরহুম আইন উদ্দিন এর ভূমিকার স্মৃতিচারণ করা হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের কালনীরচর নূরুল উলুম ইলামীয়া মাদরাসায় মুহতামিম মাওলানা মোস্তফা আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কর্মকর্তা প্রবাসী আব্দুস শহিদ।
উপস্থিত ছিলেন মো: দরছ মিয়া, ব্যবসায়ী সিজুল মিয়া, শিক্ষক বাহার হোসাইন, ইরা মিয়া, দরছ মিয়া, ছইল মিয়া, জিতু মিয়া, দিলাওয়ার হোসেন, জামির হোসেন, খছরু মিয়া, সাকের মিয়া, তানিম আহমদ, নোমান আহমদ, রায়হান আহমদ প্রমূখ।