থানাগাঁও এডুকেশন ট্রাষ্ট’র নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৬:৩০:৫৪ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে প্রবাসী থানাগাও এডুকেশন ট্রাষ্ট ইউকে’র পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার থানাগাঁও শাহী ঈদগাহ মাঠে সংগঠনের আহবায়ক মুহাম্মদ মখলিছ মিয়া’র সভাপতিত্বে ও তছির আলী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল মুকিত অপি, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, থানাগাঁও বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলী, ট্রাষ্টের সদস্য কাজি জাহাঙ্গীর আহমদ, কামাল আহমদ, মাদরাাসা পরিচালনা কমিটির সভাপতি আকতার আহমদ মিনছার, সমাজসেবক শিব্বির শিকদার, আব্দুল মালিক, কাজী গৌছ উদ্দিন আহমদ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হারুনুর রশিদ।