বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দিবে শাবি প্রশাসন
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৮:২১:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহতের ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে পাঁচলাখ টাকা দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান। তবে বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী এটি প্রত্যাখ্যান করে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা বুলবুলের পরিবারকে এককালীন ৫০ লাখ টাকা দেওয়ার দাবি জানান।
উপাচার্য বলেন, শিক্ষার্থীরা কিছু দাবিদাওয়া উত্থাপন করেছে। এর প্রেক্ষিতে আগামী সপ্তাহের মধ্যে বুলবুলের পরিবারের হাতে পাঁচ লাখ টাকা পৌঁছিয়ে দেওয়া হবে। পরবর্তীতে কোনো সাহায্য লাগলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। বুলবুল হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। বুলবুল হত্যার পর থেকে আমরা সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, বুলবুল হত্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছেন। আমরা তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করছি। আমরা চেষ্টা করছি তাদের দাবিগুলো পূরণ করার। ইতোমধ্যে বুলবুল হত্যায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আমরা কাজ করে যাব।
নিরাপত্তা নিশ্চিতে বিষয়ে ফরিদ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা পুরো ক্যাম্পাসে সীমানা প্রাচীর নির্মাণ করেছি এবং কাঁটাতারের বেড়া দিয়েছি। আমরা চাই শিক্ষার্থীদের যাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত হয়। সাম্প্রতিক সময়ে বন্যায় ক্যাম্পাস পানিতে তলিয়ে যাওয়ায় অনেকগুলো সিসি ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এগুলো মেরামত করা চেষ্টা করছি। আগে অনেক সমস্যা ছিল আমি আসার পর একটার পর একটা সমস্যা সমাধান করেছি। ক্যাম্পাসে আগে মাদকের ছড়াছড়ি ছিল, র্যাগিংয়ের বড় ধরনের সমস্যা ছিল। আমরাই প্রথম বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করেছি। এসময় ভিসি বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন বুলবুল। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় মামলা করেন। বুলবুল হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, কামরুল ইসলাম (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)। তাদের সবার বাড়ি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকা টিলারগাওয়ে। তাদের মধ্যে কামরুল ইসলামের বাড়ি থেকে বুধবার সকালে বুলবুল হত্যায় ব্যবহৃত ছুরি ও বুলবুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে নিহত শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। তাকে নরসিংদীর মাধবদী উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের সামাজিক গোরস্তানে বাবার পাশে তাকে শায়িত করা হয়।